Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র সফরে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল কিম ইয়ং চোল এক বিরল সফরে ওয়াশিংটনে গেছেন। কয়েক দশকের বৈরিতার ইতি টানতে ও পরমাণু নিরস্ত্রীকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের নতুন বৈঠকের বিষয়টি স্থির করতে যাচ্ছে দুই দেশ।

এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার নেতার ডান-হাত। তিনি একজন নেতৃস্থানীয় আলোচক ও সাবেক গোয়েন্দাপ্রধান।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, চোল বেইজিং থেকে যাত্রা শুরু করেছেন। নেতা কিম জং উনের কাছ থেকে ট্রাম্পের জন্য আরেকটি চিঠি নিয়ে গেছেন তিনি।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠকটি ভিয়েতনামে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview