Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর শিশু পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


উন্নয়নমূলক কাজের হচ্ছে জানিয়ে হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় শিশুপার্কটি।

‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিশুপার্কে প্রবেশের মূল ফটকে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় শিশুপার্কের সব কার্যক্রম বন্ধ থাকবে। উন্নয়নমূলক কাজ শেষে পুনরায় সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শিশুপার্ক খোলা হবে।’

তবে হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। প্রতিদিনই অনেক দর্শনার্থী এসে ফিরে যাচ্ছেন। বেশ কয়েকজন দর্শনার্থী জানান, জনসাধারণের হয়রানি বন্ধে পার্কটি বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো উচিত।

Bootstrap Image Preview