Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেন ফিফটি করে সেজদা দিলেন সাকিব?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


গতকাল রাতেই ঠিক করে রেখে ছিলেন বড় কোন ইংস খেলতে পারলেই উইকেটে দাঁড়িয়ে সেজদা দিবেন। ঠিক যেন তাই হলো সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেললেন। একটুও দেরি না করে ফিফটি করার পর হিলমেট খুলে উইকেট দাঁড়িয়ে সেজদা দিলেন। 

বলছি ঢাকা ডাইনামাইটসের ক্যাপ্টেন সাকিব আল হাসানের কথা।আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোন ইনিংস খেলে তিনি   সেজদা দিয়েছেন এমন ঘটনা আজও ঘটেনি। বড় ইনিংস খেলার পর  কোন রকম ব্যাট উঁচু করে নিজের অনুভূতি  মাঠে থাকা ভক্তদের সাথে শেয়ার করেছেন।  কিন্তু চলতি বিপিএলের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিফটি করে তাঁর সেজদা দেওয়া সবাইকে অবাক করেছে!

কিন্তু কেন সাকিব সেজদা দিলেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে জানতে চাওয়া হলো সংবাদ সম্মেলনে ডাইনামাইটসের মিডিয়া ম্যানেজার আজম ইকবালের কাছে।

সাকিবের সেজদা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,
বিপিএলে ঢাকা যেই বার চ্যাম্পিয়ন হয়েছিলো সেই বছরই সাকিব ফিফটি করেছিলেন। এই দুই বছরে সাকিবের কোন ফিফটি ছিলো না । এই জন্যই সেই সেজদা দিয়েছেন। এটা নিয়ে সাকিব গতকাল কথা বলেছেন।'

চলতি বিপিএলে ব্যাটে ও বলে দেশ ছন্দে আছেন সাকিব।সেই সাথে তাঁর নেতৃত্বও আছে সবার উপরে। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্শে আছেন।
 

Bootstrap Image Preview