Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


হঠাৎ করেই চট্টগ্রাম নগরের একে খান এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া জুট মিলের গুদামে ভয়াবহ আগুন লেগেছে।

আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুটমিলের গুদামে আগুন লেগেছে। মিলটির গুদামে এখন প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য রাখা হয়। খবর পেয়ে আগ্রাবাদ, বায়েজিদ ও বন্দরসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিক্টোরিয়া জুট মিলের বেশ কয়েকটি গুদাম চট্টগ্রাম বন্দরের পণ্য রাখার কাছে ব্যবহার করা হচ্ছে।

Bootstrap Image Preview