Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, ৭ জনের নামে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিকান্দাপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রহমত উল্লাহকে নিজ বাড়ি থেকে আটক করার পর পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে ৭ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নান্দাইল মডেল থানায় সরকারি কাজে বাধা দেওয়া মর্মে একটি মামলা হয়।

পুলিশের এএসআই দিলীপ কুমার জানান, ভাটি কান্দা পাড়া গ্রামের রহমত উল্লাহ একজন চিহ্নিত ইয়াবা কারবারী। তার নামে নান্দাইলসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করলে তার স্ত্রী আছমা আক্তার, মা জাহানারা বেগম, ভাই রবি মিয়াসহ ৮/১০ জন দেশিয় অস্ত্র নিয়ে নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই সুযোগে রহমত উল্লাহ পালিয়ে যায়।

এ দিকে হামলার ঘটনায় পুলিশের এএসআই দিলীপ কুমার ও একজন কনস্টেবল আহত হন। পুলিশ হামলার ঘটনায় রহমত উল্লাহর স্ত্রী আছমা আক্তারকে বৃহস্পতিবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা জানান, মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

Bootstrap Image Preview