Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর সামনে অভিনেত্রীর সঙ্গে নাচলেন সংসদ সদস্য, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অনুষ্ঠান মঞ্চে মন্ত্রীর সামনে অভিনেত্রীর সঙ্গে গানের তালে তালে নেচেছেন একজন সংসদ সদস্য। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদম শহরে এক অনুষ্ঠানে বলিউডের অভিনেত্রী রাবিনা টেন্ডনও হাততালির সঙ্গে নাচতে দেখা যায় তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, প্রতি বছরের মতো এবারও খাদ্যমেলার আয়োজন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। গতকাল দমদমে সেই খাদ্যমেলার উদ্বোধন করা হয়। দমদম খাদ্যমেলার উদ্বোধনে এসেছিলেন অভিনেত্রী রাবিনা টেন্ডন। সেখানে উপস্থিত ছিলেন এই খাদ্যমেলার পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, এলাকার সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় ও রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় গান ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’-এর তালে তালে মঞ্চে নাচছেন ৭২ বছর বয়সী সংসদ সদস্য সৌগত রায়। তার পাশেই নাচতে দেখা যায় অভিনেত্রী রাবিনা টেন্ডনকে। এই নাচ দেখে মঞ্চে বসা মন্ত্রী ব্রাত্য বসু হেসে ফেলেন। এ সময় মুখে হাত দিয়ে তিনি হাসি চেপে রাখারও চেষ্টা করেন।

কিছুক্ষণ পর মন্ত্রী ব্রাত্য বসুকে চেয়ার থেকে উঠতে বলেন অভিনেত্রী রাবিনা টেন্ডন। সংসদ সদস্যও একই অনুরোধ করেন। পরে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং হাততালি দেন।

Bootstrap Image Preview