Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুড়িল ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে বাসচাপায় বাইকআরোহী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview


রাজধানীর কুড়িল ফ্লাইওভারে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এব্যাপারে খিলক্ষেত থানার এসআই রিজুয়ান বলেন, রাতে ফ্লাইওভারে উঠতে গিয়ে রেলিংয়ের ধাক্কা লেগে নিচে পড়ে যায় ওই বাইক আরোহী। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাসযাত্রীরা উত্তেজিত হলে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান বলে জানান তিনি।

দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview