Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের নুড়ি গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পথচারী স্বপনের মৃত্যু হয়। এসময় আহত হন লেগুনা যাত্রী সৌরভ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview