Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিনের বাদশা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১২:২১ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জিনের বাদশা পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।

তারা হলো-জিনের বাদশা খ্যাত মোঃ সাইফুল ইসলাম ওরফে দুর্জয় (২০) ও  মোঃ সুজন সরকার (২৮)।

গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় নীলফামারীর ডোমার থানা এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর বিকাশ একাউন্ট করা ৮টি মোবাইল সিম, ১টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি জিনের বাদশার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বা বন্ধু পরিচয়ে অথবা নিকট আত্মীয়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।

এ সংক্রান্তে গোয়েন্দা পুলিশের নিকট অভিযোগ আসলে প্রতারক চক্রটি গ্রেফতারে অভিযানে নামে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের  অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম। অতঃপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ডোমার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview