বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি আসহাবে সুফ্ফাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল ও খেলার সামগ্রী বিতরণ করেছেন সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন।
কম্বল বিতরণকালে মাদ্রাসার সভাপতি আবু জাফর, প্রধান শিক্ষক মুফতি শেখ শাহজাহান আলী, সহকারী শিক্ষক বায়জিদ হোসেন, মইনুল ইসলাম মুকুল, আবু সাঈদ, আরিফুল ইসলাম, মৌসুমী আখতার, খাদিজা খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।