Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২১৪ রান করে থামলো চিটাগং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে চিটাগং ভাইকিংস। 
চলতি বিপিএলে এই প্রথম ২০০ রান করলো চিটাগং ভাইকিংস। 
চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ
শেহজাদ(৩৩), ডেলপোর্ট(১৩), ইয়াসির আলী(৫৪), মুশফিক(৫২),সানাকা(৪২)*, নাজিবুল(১৬)*।

উইকেট নিয়েছেনঃ শরিফুল(১), তাইজুল(১), উইস(১)।

চিটাগং ভাইকিংসঃ শেহজাদ, ডেলপোর্ট, ইয়াসির, মুশফিক, নাজিবউল্লাহ, মোসাদ্দেক, শানাকা, নাঈম, সানজামুল, খালেদ, রাহী।
খুলনা টাইটান্সঃ মাহমুদউল্লাহ, আরিফুল, তাইজুল, শরিফুল, তানভির, আল আমিন, জুনায়েদ, মালেঙ্গা, স্টারলিং, শুভাশিস, টেইলর, উইস।
 

Bootstrap Image Preview