Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরাকান আর্মির ১৩ বৌদ্ধ বিদ্রোহী হত্যার দাবি করেছে মিয়ানমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে বৌদ্ধ বিদ্রোহী দ্য আরাকান আর্মির (এএ) ১৩ সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র শুক্রবার এ তথ্য দিয়ে বলেছেন, সরকারি বাহিনী ওই অঞ্চলের বিদ্রোহী ঠেকাতে অভিযান অব্যাহত রেখেছে।

মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে গভীর জঙ্গলে আশ্রয় নিচ্ছে বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, স্বায়ত্তশাসন দাবি করে আসা আরাকান আর্মির সঙ্গে রাখাইনে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। গত ডিসেম্বরে এই যুদ্ধ ব্যাপকতা পেলে ৫ হাজারের বেশি সাধারণ নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।

২০১৭ সালে মুসলিম রোহিঙ্গাদের রাখাইন থেকে বিতাড়নে সেনাবাহিনী ব্যাপক অভিযান চালায়। এরপর সেখানে এবার বৌদ্ধদের বিরুদ্ধে একই অভিযান চালানো হচ্ছে।

রাজধানী নাইপেদোতে এক বিরল সংবাদ সম্মেলনে শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন ইয়ি জানান, ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ১১ দিনে রাখাইনে ৮ বার বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময়ে ৫টি ভূমি মাইন বিস্ফোরণ হয়।

সংঘর্ষে সেনা সদস্য হতাহতের কথা জানালেও মেজর জেনারেল তুন তুন এই সংখ্যা উল্লেখ করেননি। সাংবাদিকরা সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, এটা জানা ‘জরুরি’ কিছু না।

তবে মিয়ানমারের বাইরে বসবাসকারী সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, ৫ সেনা সদস্যের দেহ তারা পেয়েছেন। সেখানে আরাকান আর্মির কোনো যোদ্ধার মৃত্যু হয়নি।

এর আগে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত ৪ জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্তে আরাকান আর্মি সেনা চৌকিতে হামলা করে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করে। এতে ৯ পুলিশ আহত হন। ১৪ জনকে বন্দি করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির নির্দেশে তারা রাখাইনে বৌদ্ধ বিদ্রোহী দমনে এই অভিযান পরিচালনা করছে। মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছিল, এদের বিরুদ্ধেও একই ভূমিকা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Bootstrap Image Preview