Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় তিন লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ করেছে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। 

শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি।  

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পরিচালক মো. ইমাম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অত্র ব্যাটালিয়নের সদস্যরা শনিবার জেলার দামুড়হুদা উপজেলার মেমনগর ইট ভাটার সামনে হতে চার কেজি ভারতীয় গাঁজা, একই উপজেলার দর্শনা পাকা রাস্তার উপর হতে তিনটি ভারতীয় শাড়ি, ৭৯০টি নাগরদোলা খেলনা এবং ২৮৫টি কসমেটিকস সামগ্রী, দর্শনা বাসষ্ট্যান্ড নামক স্থান হতে দু’টি ভারতীয় শাড়ি, পাঁচটি থ্রীপিচ, চারটি শেরোয়ানি, একটি ভারতীয় লেদার কোর্ট, চারটি শাল, একটি পেশার কুকার, বিশ মিটার পর্দার কাপড় এবং পাঁচ জোড়া স্যান্ডেল এবং ২৪টি কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়।

বিজিবি পরিচালক আরও জানান, আটককৃত এসব মালামালের বাজার মূল্য প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা। শনিবারই গাঁজা বাদে অন্য মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview