Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলকাতায় ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার গড়িয়াহাট মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।

শনিবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ৮ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।

স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, প্রথম একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকর্মীরা ল্যাডারের সাহায্যে গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ।

এদিকে, যে দোকানে আগুন লেগেছে, তার আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview