Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাঁচতে চায় নিহা

ভোলা (দৌলতখান) প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ভোলা লালমোহনের ধলিগৌরনগর ইউপির আলতাফ মুন্সী বাড়ির নিহা আক্তার ক্যান্সার রোগ থেকে বাঁচতে চায়। নিহা ওই ইউপির দালাল বাজার এলাকার ইলিয়াছের মেয়ে ও ধলিগোরনগরের এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা একজন মুরগি ব্যবসায়ী।

হঠাৎ নিহার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। নিজের মেয়েকে বাঁচাতে পথে পথে ঘুরছেন বাবা ইলিয়াছ। চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান নিহা। ক্যান্সার শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ইলিয়াছ সন্তানের চিকিৎসার জন্য প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। এখন খরচ যোগাতে না পেরে সাহায্য চেয়েছেন মেয়ে নিহার জন্য। মেয়েকে বাঁচানোর জন্য সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে যাচ্ছেন।

ইলিয়াছ বলেন, আমার মেয়েকে বাঁচাতে চাই। ডাক্তার বলেছে ওর চিকিৎসায় প্রায় সাত লাখ টাকা খরচ হবে। এর মধ্যে অল্প একটু জমি ছিল, তা বিক্রি করে নিহার চিকিৎসা করিয়েছি। এখন আর পারছি না। তাই সমাজের বিত্তবানদের কাছে মেয়েকে বাঁচাতে সহায্য চাই। অনুগ্রহ করে সবাই আমার মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসুন। নিহাকে বাঁচাকে কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭০৭৮০৯৩৭৪ (বিকাশ) এই নাম্বারে যোগাযোগ করুন

Bootstrap Image Preview