Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি সংগঠন তৈরির মদদদাতা রিজওয়ান ধানমণ্ডিতে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মসজিদের সামনে থেকে রিজওয়ান হারুন নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) ভোর ৬টায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজওয়ানের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের সর্বপ্রথম আল কায়দার মতাদর্শী জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিন (জেএম) প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সারে এ সংগঠনকে কালো তালিকাভূক্ত করা হয়।

রিজওয়ান ও এই সংগঠনের অন্যান্য সদস্যরা বিভিন্ন বাসা মসজিদ ও রাজধানীর হারুন ইঞ্জিনিয়ারিংয়ের অফিস ব্যবহার করে বিতর্কিত মতাদর্শ প্রচার করতো। জঙ্গি কার্যক্রম বিস্তারের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা প্রচার করে, ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে না। যারা করবে তারা কাফির।

Bootstrap Image Preview