Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পৌর কাউন্সিলর খুন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


নাটোরে লালপুরের গোপালপুর পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ কর্মী জামিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিরার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

 

Bootstrap Image Preview