Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুরের সদরপুর উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্বনার্লী আক্তার (১২) নামের এক স্কুলছাত্রী।

আজ রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ কোলপাড় গ্রামের মোয়াজ্জেম এর স্কুল পড়ুয়া কন্যার সাথে একই গ্রামের লিয়াকত সরদারের পুত্র সজীব সরদার (২৭) বিয়ের প্রস্তুতির দিন ধার্য ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে এবং বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে।

এ ছাড়া ও প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে ছেলে ও মেয়ের মামী হাসিনা বেগম ও স্থানীয় মাতুব্বর মমিন চোকদার এর নিকট থেকে মুচলেকা নেয়া হয়। স্বনার্লী আক্তার উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের আয়োজন চলছিল। নির্বাহী হাকিম ওই হলফনামা জব্দ করে। ম্যাজিস্টেটের উপস্থিতি টের পেয়ে আগেই বর কনের বাড়ি থেকে পালিয়ে যায়।

Bootstrap Image Preview