ভূত তাড়ানোর নামে টানা তিন দিন ধরে কলেজছাত্রীকে নগ্ন করে ঝাড়ফুঁক ও 'ধর্ষণে'র অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের জলপাইগুড়ির ধূপগুড়িতে।
জানা যায়, ওই কলেজছাত্রী অন্ধকার দেখে ভয় পেত। সম্প্রতি রাতে শৌচকর্ম সেরে ঘরে আসার পথে তাকে ভূতে ধরেছে বলে চিতকার শুরু করে দেয় ওই ছাত্রী। তাতে ভয় পেয়ে যায় পরিবারের লোকজন। এরপর বৃহস্পতিবার ময়নাগুড়ির বাসিন্দা তান্ত্রিক পরিতোষ রায়ের দারস্থ হয় পরিবার।
বৃহস্পতিবারই ধূপগুড়িতে ছাত্রীদের বাড়িতে চলে আসে তান্ত্রিক পরিতোষ রায়। শুরু হয় ঘর বন্ধ করে পূজা-পাঠ, ঝাড়ফুঁক-তুকতাক। শুক্রবার রাতে ঝাড়ফুঁকের সময় বাড়ির সবাইকে একইরকমভাবে চলে যেতে বলে পরিচোষ রায়। প্রায় ৩০ মিনিট পর বাড়ির লোক এসে বন্ধ ঘরে দুজনকেই নগ্ন অবস্থায় দেখতে পায়।
এই ঘটনায় শনিবার রাতে ধূপগুড়ি থানার অভিযোগ করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পরিতোষ রায়কে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিস। এদিন পরিতোষ রায়কে জলপাইগুড়ি আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্ত পরিতোষ রায়ের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।