সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
রবিবার সিরিয়া সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি একটি বিমান হামলা প্রতিরোধ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, 'আামাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলা ব্যর্থ করেছে। হামলা আমরা আগেই প্রতিরোধ করতে পেরেছি।' এতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে গত সপ্তাগের প্রথমে ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বেশিরভাগই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে লেবাননের ভেতর দিয়ে ইসরাইলের ৩টি জঙ্গিবিমান সিরিয়ায় ওই হামলা চালায়।
ইসরাইলি জঙ্গিবিমান থেকে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি সিরিয়ার।
সিরিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় দামেস্ক বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং বিমানের ওঠানামা স্বাভাবিক রয়েছে।