Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেড় লাখ বছরের পুরনো দৈত্যাকার মহিষের খুলির সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রায় দেড় লাখ বছর আগের প্রাগৈতিহাসিক যুগের দৈত্যাকার মহিষের খুলি পাওয়া গেছে ইংল্যান্ডে। দেশটির ইংলিশ কোয়ারির কোল্ড গ্রাউন্ডের গভীরে খুলিটি পাওয়া গেছে।

জীবাশ্মবিদ জ্যামি জর্ডন (২৯) খুলিটি আবিষ্কার করেছেন বলে এসডএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

জর্ডন বলেন, 'আমি কয়েক বছর ধরে এই সাইটটিতে স্টাডি করছি এবং এর আগে শত শত খুলি পাওয়া গেছে কিন্তু কোনোটি এরকম নয়। এটি একেবারেই অন্যরকম। খুলিটি কোনো প্রাপ্তবয়স্ক বাইসনের। এটি তৃণভূমির বাইসন নামেও পরিচিত। বিলুপ্ত হয়ে যাওয়া ছয় ফুটের বেশি লম্বা এ প্রাণিটির ওজন ছিল প্রায় দুই হাজার পাউন্ড।

জর্ডন বলেন, বর্তমানে খুলিটি বেশ কয়েক টুকরো হয়ে গেছে। এটি শুকিয়ে জোড়া দিলে এর ওজন প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজন হবে।

জর্ডান আরো বলেন, খুলিটির পরিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগবে। তারপর তাঁর (জর্ডন) নিজস্ব ফসিলস গ্যালোর যাদুঘরে দর্শকদের জন্য প্রদর্শন করা হবে এটি।

Bootstrap Image Preview