Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আনুশকাকে ফলো করছেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজের দেশকে ওয়ানডে সিরিজ জিতিয়েছেন। ব্যাট হাতে রানও আয় করেছেন বলার মতো।দুই ম্যাচে দল জেতানোও পারফর্ম করে মাঠ ছেড়েছেন। চারদিকে প্রশংসার জোয়ার। অ্যাঙ্কর হিসেবে ইনিংস শুরু করে ম্যাচ ফিনিশ করে আসছেন ধোনি ২.০। অনুরাগীরা তাই বলছেন, এ যেন নতুন মোড়কে পুরনো ধোনি! সিরিজে তার ব্যাট কথা বলেছিল, এবার কথা বলছে তাঁর স্টাইল।

সতীর্থ কেদার যাদব মজা করে ধোনির এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে ছেড়া জিন্সে পোজ দিয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান। ধোনিকে এমন রিপড জিন্সে এর আগে খুব একটা দেখা যায়নি। স্বভাবতই মাহির নতুন স্টাইল স্টেটমেন্টে চমকে গেছেন অনুরাগীরা। বাঁ-দিকে হাঁটুর উপরে জিন্সের অনেকটা অংশ ছেঁড়া। সেই ছেঁড়া অংশ দিয়েই হাঁটুর পেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে ডান দিকে হাঁটুর নীচে আবার ছেঁড়া রয়েছে।

ধোনির ছেঁড়া জিন্স দেখে সমর্থকদের বেশিরভাগই লিখেছেন, 'কুল ধোনির কুল জিন্স।' ছবি দেখে অনেকে আবার লিখছেন, 'সত্যিই, ২০১৯ এর অ্যাঙ্কর ধোনি মতোর মাহির এই নতুন রূপ আমাদের কাছে অজানা।'

বেশিরভাগ মানুষই অবশ্য ধোনির নতুন এই স্টাইলে আনুশকা শর্মাকে কপি করার গন্ধ পাচ্ছে। এর আগে রিপড জিন্সের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন বলিউড তারকা আনুশকা। বিরাট কোহলির জীবনসঙ্গীর পর এবার ধোনিকে পাওয়া গেল রিপড জিন্সে। মিল খুঁজে পেয়ে সোশ্যাল সাইট ইউজারদের মত, 'তবে কি আনুশকাকে দেখেই প্যান্ট ছিঁড়লেন ধোনি?'

Bootstrap Image Preview