Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেরোসিনের চুলা বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মী সাগর বিশ্বাস আর নেই। কেরোসিনের চুলা বিস্ফোরণে নিহত হন তিনি।

আজ রবিবার সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে অগ্নিদগ্ধ সাগর।

এর আগে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে কাজ করতে যায় সাগর। কেরোসিনের চুলা জ্বালানোর পর অকস্মাৎ বার্ণারে বিস্ফোরণ ঘটে। আগুন লেগে যায় সাগরের শীতবস্ত্রে। দ্রুত আগুন নেভানো গেলেও পুড়ে যায় সাগরের ডান হাত সংলগ্ন অনেক অংশ।

প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয় যশোর সদর হাসপাতালে। কিন্তু সেখানে বার্ন ইউনিট না থাকায় সাগরকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসার ৫ম দিনে মারা গেল সাগর।

ক্যাফেটেরিয়ার পরিচালক কামাল গাজি জানান, সাগরের চিকিৎসার সকল খরচ আমি করেছি। সে দীর্ঘ ৫-৭ বছর ধরে আমার এখানে কাজ করত। তাকে আমি নিজ সন্তানের মত দেখি।

সাগর যশোর চৌগাছা উপজেলার দুড়িয়ালী গ্রাম নিবাসী হাপিতোষ বিশ্বাসের জৌষ্ঠ পুত্র। চার ভাইবোনের মধ্যে সে তৃতীয়। আজ সন্ধ্যায় তার শব দাহ করা হয়।

Bootstrap Image Preview