Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বরগুনায় শরীরচর্চা বিষয়ের সাইফুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে বরগুনা সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে ভুক্তভোগী ছাত্রী ক্লাসে গেলে শরীরচর্চা বিষয়ের শিক্ষক সাইফুল ইসালাম তাকে গাইড বই দেওয়ার কথা বলে তার মাদ্রাসা সংলগ্ন বাড়িতে নিয়ে যান। পরে সেখানেই ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। 

ক্লাসে ফিরতে দেরি হওয়ায় খুঁজতে খুঁজকে ছাত্রীর বড়বোন সাইফুলের ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় সে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ওই ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শাকিল তানভীর জানান, ওই ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে এবং আসামিকে গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান চালানো হচ্ছে।’

Bootstrap Image Preview