Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাংস বাজারে শিয়াল জবাইয়ের প্রমাণ পেয়েছে প্রাণীসম্পদ কার্যালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview
সংগৃহীত


কালিয়াকৈরের সফিপুর বাজারের মাংস পট্টিতে প্রকাশ্যে শিয়াল জবাইয়ের ঘটনায় রবিবার উপজেলা প্রানিসম্পদ কার্যালয় থেকে তদন্ত করা হয়েছে। ৬ ও ৭ জানুয়ারি সফিপুর বাজারের মাংসপট্টিতে শিয়াল জবাই সংক্রান্ত একটি প্রতিবেদন জাতীয় দৈনিকসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে গাজীপুর জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

পরে গাজীপুর জেলা প্রশাসক গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। গাজীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কালিয়াকৈর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। ফলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামানের নেতৃত্বে তদন্ত টিম সরেজমিন পরিদর্শন করে। এ সময় সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিংকন, যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, গবিন্দ চন্দ্র, হায়দার আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তারা জানতে পারেন মাংসপট্টির খাসির মাংস বিক্রেতা বাছেদের দোকান থেকে ছুরি নিয়ে পাশের দোকানের কর্মচারী কালাম ও কামাল শিয়াল জবাইয়ে সহযোগিতা করেছে। অপরদিকে ওই শিয়াল রজনীকান্ত নামে জনৈক ব্যক্তি বাজারে নিয়ে আসে। তদন্ত কর্মকর্তা ২৪ ঘণ্টার মধ্যে ওই কর্মচারী কালাম ও কামাল এবং রজনীকান্তকে তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

কালিয়াকৈর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, ওই ঘটনায় প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সরাসরি যারা জড়িত তাদের পাওয়া যায়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি।

Bootstrap Image Preview