Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ বিপিএলে ঢাকা-চিটাগংয়ের হাই-ভোল্টেজ ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


ঢাকা-সিলেট ঘুরে আবারো রাজধানীতে ফিরছে বিপিএল। সোমবার মাঠে গড়াচ্ছে দ্বিতীয় দফা ঢাকা মিশন। মাত্র তিনদিনের জন্য। এদিন দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। আর সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস।

ঢাকা পর্বে খেলা সামনে রেখে রবিবার সকালে দুই দলই অনুশীলন করেছে মিরপুর স্টেডিয়ামে। কুমিল্লার প্রাপ্তি রানে ফিরেছেন তামিম ইকবাল। শেষ ইনিংসে তার ব্যাটে ভর করে জিতেছে দল। দু দলের প্রথম দেখায় জিতেছিলো কুমিল্লা। এবার প্রতিশোধ মিশন রাজশাহীর। টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই জয়ের চেষ্টায় নামবে পদ্মা পাড়ের দলটি। আশাবাদী মার্শাল আইয়ুব।

এদিনে আজ দিনের হাই ভোল্টেজ ম্যাচে টেবিলের প্রথম দল ঢাকার মুখোমুখি হবে দুই নম্বর অবস্থানে থাকা মুশফিকের চিটাগং ভাইকিংস। একেদিকে সাকিব, নারাইন, পোলার্ড ও রাসেল সহ ঢাকার তারকা সমৃদ্ধ দল। অন্যদিকে ফর্মে ফেরা মুশফিক, ফ্রাইলিংদের নিয়ে গড়া মাঝারি মানের দল চিটাগং। 

চিটাগং শেষ ম্যাচ  চলতি বিপিএল আসরে ২১৪ রানের সর্বাচ্চ দলীয় স্কোর গড়েছিল। সে ম্যাচে খুলনাকে তারা ২৭ রানে হারায়। অন্যদিকে ঢাকা সিলেট তাদের শেষ ম্যাচে সিলেটকে ৫ রানে হারিয়েছিল। তাই দুটি দলই রয়েছে ছন্দে। দেখা যাক আজকের ম্যাচে কারা নিজেদের আধিপত্ত বজায় রাখতে পারে। 

Bootstrap Image Preview