Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নারের অস্ত্রোপচার মঙ্গলবার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


কনুইয়ের ইনজুরি নিয়ে বিপিএলের মাঝ পথেই রবিবার দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। আসরটা তার দল সিলেটের হয়ে খুব ভালো না গেলেও তার খেলা সাতটি ম্যাচের তিনটি অর্ধশত রানের ইনিংস খেলেন ওয়ার্নার। বিপিএল খেলার পেছনে ওয়ার্নারের প্রধান লক্ষ্য ছিল ফর্মে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। তবে ইনজুরি নিয়ে উঠতে হয়েছে দেশের বিমানে। 

হুট করে ইনজুরিতে পড়ায় আবারো খেলার বাইরে চলে গেছেন ওয়ার্নার। তবে এতে দমে যাচ্ছেন ওয়ার্নার। দেশে ফিরে মঙ্গলবার তার চিকিৎসকের কাছে চোট দেখানোর কথা। আশা করা হচ্ছে, ওইদিনই অস্ত্রোপচারের টেবিলে নিয়ে যাওয়া হবে বাঁহাতি এই ওপেনারকে। যত তাড়াতাড়ি সেটা করা যায়, ততই তো মঙ্গল!

ওয়ার্নার চাচ্ছেন যতদ্রতু সম্ভব ইনজুরি থেকে ফিট হয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেতে প্রস্তুতিক করা। ওয়ার্নার আর স্টিভেন স্মিথ-বল টেম্পারিং কান্ডে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯ মার্চ। ৩০ মে শুরু হবে ইংল্যান্ড বিশ্বকাপের আসর। তবে ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে। 

Bootstrap Image Preview