বিপিএলের ২৩তম ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস।প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স।
৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ইমরুলের কুমিল্লা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে মিরাজের রাজশাহী।
রাজশাহী কিংসঃ মেহেদী হামসান মিরাজ, মূস্তাফিজুর রহমান,জাকির হোসেন,শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী,প্রশান্ন,জঙ্কের, উদানা, রায়ান টেন।
কুমিল্লা ভেক্টোরিয়ানঃ বিজয়, তামিম, শুভো, ইমরুল, ডাওসন, মেহেদী, সাইফউদ্দিন, পেরেরা, আফ্রিদি, ওহাব, জিয়া।