Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচনকে ঘিরে বহিরাগত-অছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বহিরাগত-অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশ সব হলের কক্ষে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য রবিবার (২০ জানুয়ারি) প্রভোস্ট কমিটির স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

এছাড়া অছাত্র ও বহিরাগত কেউ কারো কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। এরপর কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, সব হলের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। এজন্য হলের প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করছি। ডাকসু নির্বাচন যাতে হয় এর জন্য সব কিছুই করা হবে। যদি সবাই সহযোগিতা না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমাদের কঠোর হতে হবে। 

 

 

Bootstrap Image Preview