Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে তালেবানের গাড়ি বোমা হামলায় নিহত ১২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের অধিক আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ারদাকের ময়দান নামক শহরে স্থানীয় সময় সকাল সাতটায় আফগান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালায় তালেবান। প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সালিম আসগার বলেন, হতাহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত কিছু ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কাবুলের হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি গাড়ি বিষ্ফোরণ ঘটানোর পর দুজন বন্দুকধারী তালেবান জঙ্গি ঘাঁটির ভেতের প্রবশে করেন। তাছাড়া আফগান তালেবানও এ হামলার দায় স্বীকার করেছে।

Bootstrap Image Preview