Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুরি যাওয়া মোবাইল লক করে দেবে বিটিআরসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ব্যবহারের অনুপযোগী করা যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই এ সেবা চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল (২২ জানুয়ারি) থেকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপম্যান্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর ডাটাবেস সেবা চালু করতে যাচ্ছে বিটিআরসি।

আইএমইআই ডাটাবেসের মধ্যে ব্যবহারকারীর মোবাইল ফোনের নম্বর, সিম কার্ডের নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংরক্ষণ করে রাখা হবে।

ফলে, কোনো মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ফোনটিকে লক করে দেওয়া যাবে। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন চুরি হওয়ার হার কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে জানতে পারবে, সেটি ডাটাবেসে সংরক্ষিত হয়েছে কি না। *#০৬# নম্বরে ডায়াল করে মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি জানতে পারবে গ্রাহক।

Bootstrap Image Preview