Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্বল বিতরণ

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষগুলোর মুখে একটুখানি হাঁসি ফোটাতে ছুটে গিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে 'নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব'র সহযোগিতায় ও মরহুম আজিজুল হক খোকা স্মৃতি সংসদের আয়োজনে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীতার্তদের মাঝে ৯০০ কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির।

এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোফাস্সের হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানের ওই বিশ্ববিদ্যালয়ের ক্লাবটির ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ ক্লাবটি প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে।

Bootstrap Image Preview