Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে ঋণখেলাপি মামলায় সুরুজ মিয়া (৪৬) নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ জানুয়ারি) রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত সুরুজ মিয়া উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত ওয়ারিশ মিয়ার ছেলে।

লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, ২০০৯ সালে একটি ব্যাংকে ৬ লাখ টাকা ঋণখেলাপির অভিযাগে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে সুরুজ মিয়া পলাতক ছিলেন। পরে বিজ্ঞ আদালত আসামি সুরুজ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড এবং ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Bootstrap Image Preview