Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২ দিন থেকে বন্ধ এনআইডি সেবা, ভোগান্তিতে ৬০ হাজার মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত ১২ দিন যাবত জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশনের প্রান্তিক অফিসগুলো। এতে ভোগান্তিতে পড়েছে সারা দেশের প্রায় ৬০ হাজার মানুষ। কারিগরি ত্রুটির কথা জানিয়ে গত ১০ জানুয়ারি থেকে এ সংক্রান্ত সকল সেবা বন্ধ রেখেছে সংশ্লিষ্ট অফিসগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলা ও উপজেলা কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে সংযুক্ত হওয়া যাচ্ছে না। এ কারণে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, হারিয়ে যাওয়া কার্ডপ্রিন্ট, ভোটার এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরসহ অন্যান্য সেবা দেয়া সম্ভব হচ্ছে না। সেবা না পেয়ে অনেক নাগরিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

তবে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারিগরি ত্রুটির কারণে কিছুটা সমস্যা হয়েছে। সোমবার সমস্যার কিছুটা সমাধান হয়েছে। এদিন জাতীয় পরিচয়পত্র যাচাই করা সম্ভব হয়েছে। আজ বা কালের মধ্যে বাকি সমস্যা থাকবে না বলে আশা করছেন তারা।

দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা প্রদান করা হয়। আর কেন্দ্রীয়ভাবে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবনে এ সেবা দেয়া হয়।

ঢাকার একজন থানা নির্বাচন কর্মকর্তা জানান, সার্ভারে সমস্যা থাকায় তিনি সেবা দিতে পারছেন না। কবে সার্ভারের সমস্যা সমাধান হবে সে সংক্রান্ত কোনো নোটিশ পাননি। এ কারণে নোটিশ ছাড়াই সেবা প্রদান বন্ধ রেখেছেন

Bootstrap Image Preview