জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় নবীনবরন অনুষ্ঠান। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
নবীনদের স্বাগত জানিয়ে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, প্রফেসর ড. সুব্রত কুমার দে, প্রফেসর ড. সাহাবউদ্দিন, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম বাবু, রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক নুসরাত শারমিন তানিয়া ও মাজহারুল তোকদার।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দফতর প্রধানের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয় ।
এসময় বক্তারা নবীনদের পড়াশোনার পাশাপাশি সচেতনতা ও দেশপ্রেম নিয়ে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান।