Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় বন্যপ্রাণী উদ্ধার

 মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় একটি বন্যপ্রাণী উদ্ধার করেছে স্থানীয়রা। উপজেলার জোত বাজার এলাকা থেকে ধাওয়া দিয়ে বন্যপ্রাণীটি আটক করেছে স্থানীয়রা। এটি বন্যগরু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।   

আব্দুল মজিদ সম্রাট নামে একজন জানান, সকালে বন্যপ্রাাণীটি জোত বাজার এলাকায় উদ্দেশ্যবিহীনভাবে ছুটাছুটি করছিলো। বন্যপ্রাণীটিকে দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে আটক করে। এসময় গ্রামের মধ্যেই প্রাণীটিকে বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।  

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বন্যপ্রাণীটি আটককারীরা সেটিকে একটি বনগরু বলে মনে করছেন। উদ্ধারের পর প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন হয়তো সেটির সঠিক পরিচয় পাওয়া যাবে।

Bootstrap Image Preview