Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে লেগুনা-সিএনজি অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ হারালো স্কুলছাত্র

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে লেগুনা-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাজী মাহমুদর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায় , মঙ্গলবার সকালে কালোজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মাহমুদুর রহমান টেম্পুতে করে স্কুলে যাচ্ছিল। নগরীর দেওয়ানহাট এলাকার ফ্লাইওভার থেকে নামার সময় সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় টেম্পুটি। এতে স্কুলছাত্র মাহমুদুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি হালিশহর গ্রীণভিউ আবাসিক এলাকায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল হক বলেন, দেওয়ানহাট ব্রিজের পর ওভারব্রিজের ওঠার সময়ে টেম্পু ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাহমুদুর রহমান নিহত।

Bootstrap Image Preview