Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ইয়াবাসহ সাবেক বিমানবালা ও তার প্রেমিক আটক

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাবেক এক বিমানবালা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা।

মঙ্গলবার (২২ জানুয়ারী) ভোরে নগরের রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা সাবেক বিমানবালা স্মৃতি আক্তার (২৫) ও তার প্রেমিক কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৭)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন স্মৃতিসহ তার প্রেমিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। গোপনে এখবর পেয়ে নগরের রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ব্যাগ তল্লাশী করে তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন র‌্যাবের কাছে স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন। ‘সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন স্মৃতি আক্তার।’

মো. মাশকুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা দুইজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Bootstrap Image Preview