Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬ দফা দাবিতে রাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview


সকল চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তাঁদের অন্য দাবিগুলো হলো- ১.সকল সরকারি চাকুরিতে ৩০ শতাংশ কোটা বহাল, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে শতভাগ বাস্তবায়ন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ, ২.রাজাকরসহ স্বাধীনতা বিরোধী ও তাদের বংশধরদের সরকারি সকল প্রতিষ্ঠানে চাকুরিচ্যুত ও নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা, ৩.জাতির পিতা ও তার পরিবারসহ মুক্তিযোদ্ধা পরিবারদের অবমাননাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, ৪. মুক্তিযোদ্ধাদের সংবিধানিক স¦ীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিত, ৫.সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী সকল প্রকার অপপ্রচার ও কোটা সংস্কার আন্দোলনের নামে স্বঘোষিত রাজাকার ও সকল প্রকার অরাজকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের যথাযথ ও দ্রুত আইনত ব্যবস্থা গ্রহণ, ৬.সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিকহারে বৃদ্ধি।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মদের কেন আজ রাজপথে নামতে হয়, ভিক্ষার ঝুলি নিয়ে এই মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্ম দাড়িয়ে থাকুক এটা একটি আশ্চার্য ঘটনা।  মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বঙ্গবন্ধু যে উপহার মুক্তিযোদ্ধাদের দিয়েছে সেই উপহার ফিরিয়ে নেওয়া অধিকার কারও নাই। তাই কোটা বহাল না করলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী মহানগর ইউনিটির কমান্ডার ডা: আব্দুল মান্নান, সহকারি কমান্ডার আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহবায়ক সাফকাত মহুর বিপ্লব, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের মুখপাত অমর শুভ প্রমুখ। 

Bootstrap Image Preview