Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবার শাহবাগ অবরোধ করে কোটা বহালের দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আবারও সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করেছে 'মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম' নামে একটি সংগঠন।

আজ ২২-০১০১৯ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এ অবরোধ শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধা সন্তান কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে একটি মানববন্ধন করে। তারা সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে স্লোগান দিচ্ছেন। ঢাকার কেন্দ্রিয় এই মোড়টি আটকে থাকায় যানবাহনগুলোকে ঘুরে অন্যপথে যেতে হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অবস্থান নিয়েছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

Bootstrap Image Preview