Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতি মামলায় ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মোসাদ্দেক হোসেন ফালু, একজন বিএনপিপন্থী রাজনীতিক ও ব্যবসায়ী। তিনি ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিরুদ্ধে আজ ২২ জানুয়ারি, মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় মামলা দায়ের করে দুদক।

ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আর তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক।

Bootstrap Image Preview