Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুর্ব দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, পালি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র প্লাটন চাকমা ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদি হাসান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বাংলানিউজকে বলেন, সোমবার (২১ জানুয়ারি) শাটল ট্রেনে ছাত্রলীগের এক পক্ষের কর্মীকে মারধরের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাকর্মীরা বসে বিষয়টি মিমাংসা করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, বর্তমানে ক্যাম্পাস শান্ত আছে। যে কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Bootstrap Image Preview