Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview


নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী জামিয়ার রহমান (৫০) নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে জেলা সদরের নীলফামারী-রামগঞ্জ সড়কে টুপামারী ইউনিয়নের সামসুল অটো রাইস মিলের সামনে। নিহত জামিয়ার রহমানের জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসীন্দা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিমুলবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী দোকানের মালামাল কেনার জন্য মঙ্গলবার দুপুরে ব্যাটারীচালিত ভ্যান যোগে নীলফামারী শহরের দিকে আসছিলেন। এসময় রামগঞ্জ সড়কে সামসুল অটো রাইস মিলের সামনে বিপরিত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট-০২-০৭৯৮) নম্বরের একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ঘাতক  ট্রাকসহ চালক খলিলুর রহমানকে (৫০) আটক করা হয়েছে।

Bootstrap Image Preview