Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাহাড়ের চূড়ায় বিকিনি পরে ছবি! ঠাণ্ডায় তরুণীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


তাইওয়ানের পর্বতারোহী জিজি ইউ (৩৬) পাহাড়ের চূড়ায় উঠে বিকিনি পরে ছবি তুলাই ছিল তার কাজ। কিন্তু নিজের জীবন দিয়ে দুঃসাহসিক এই পদক্ষেপের মাশুল দিতে হলো তাকে। ঠাণ্ডায় প্রাণ হারালেন তিনি।  

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিকিনি পরে বিভিন্ন পর্বতের চূড়ায় উঠে ছবি পোস্ট করতেন জিজি।  সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।  ঘটনার দিন বিকিনি পরে তাইওয়ানের ইউসান ন্যাশনাল পার্কে উঠতে গিয়েছিলেন জিজি। কিন্তু আচমকাই খাদে পড়ে যান তিনি।

তার পরই এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন জিজি। সেদিন তিনি একাই ছিলেন। আবার খারাপ আবহাওয়ার জন্য তাকে উদ্ধারে দেরি হয়। পরিস্থিতি প্রতিকূল থাকায় চেষ্টা করেও হেলিকপ্টার পাঠাতে পারেনি উদ্ধারকারী দল। এর ফলে ঠাণ্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ৩৬ বছরের এই পর্বতারোহী।

জিজি পর্বতারোহনে দক্ষ ছিলেন। তিনি প্রয়োজনীয় সাজসরঞ্জাম পরে পাহাড়ের চূড়ায় উঠতেন। তার পর চূড়ায় বিকিনি পরা অবস্থায় ছবি তুলে পোস্ট করতেন।

গত বছর এক সাক্ষাৎকারে জিজি জানিয়েছিলেন, এক বন্ধুর কাছে বাজি হেরে প্রথমবার বিকিনি পরে পাহাড় চূড়ায় ছবি দিয়েছিলেন তিনি। তার পর থেকে এমনভাবে ছবি তোলাটা তার নেশা হয়ে যায়।

Bootstrap Image Preview