Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে বিদেশি পিস্তলসহ মো. সুরুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর সোয়া ৪ টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে গাছবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১’র উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, ভোরে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের একটি রাস্তায় টহল দিচ্ছিলো র‌্যাবের একটি টিম। এমন সময় সুরুজ মিয়াকে সন্দেহ হলে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সাদেকুর রহমান।

Bootstrap Image Preview