Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে ভারতের সিরিজ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে নেপিয়ারে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে দুই উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেল কোহলির দল। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। 

ছোটো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দলীয় ৪১ রানের সময় ব্যাক্তিগত ১১ রানে ব্রেসওয়েলের শিকার হন রোহিত শর্মা। 

দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ানকে সঙ্গ দিতে ক্রিজে আসেন কোহলি। এই জুটিতে ৯২ রান তোলে তারা। দলীয় ১৩২ রানের মাথায় হাফ সেঞ্চুরি মিস করে প্যাভিলনে ফেরেন অধিনায়ক কোহলি। ৫৯ বল থেকে ৪৫ রান করেন তিনি। 

তবে কোহলি মিস করলেও অর্ধশত রানের ইনিংস খেলেছেন শেখর ধাওয়ান। তিনি ও আম্বাতি রায়ডু দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ১০৩ বল থেকে ৭৪ রান করেন ধাওয়ান আর ২৩ বল থেকে ১৩ রান করেন রায়ডু। 

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ফারগুসন ও ব্রেসওয়েল ১টি করে উইকেট নেন।

Bootstrap Image Preview