Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাদ্যে ভেজাল: ৮ দিনে জরিমানা ৩ লক্ষ, কারাদণ্ড ৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি’র পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযানের ৮ম দিন পূর্ন হলো আজ। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ পর্যন্ত মোট ৩৯ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তিন লক্ষ চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) ডিএসসিসি’র চলমান এ অভিযানের ৮ম দিনে গ্রীনরোড, আজিমপুর, মানিক নগর, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় গুলিস্তান ক্যাফের জাহেদকে ২ দিন, গ্রীন চাইনিজের সেলিমকে ৩ দিন জিনিয়া হোটেলের নাজমুল হূদাকে ২ দিন এবং খাজা হোটেলের আব্দুল মান্নানকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া আনন্দ রেস্টুরেন্টকে এক লাখ, হরিপদ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, ক্যাফে শাহজালালকে ৫০ হাজার, মায়ের দোয়া হোটেলকে বিশ হাজার, অলিভ রেস্টুরেন্টকে বিশ হাজার, হাজী রেস্টুরেন্টকে দশ হাজার, আলমসন হোটেলকে দশ হাজার, নিউ বিসমিল্লাহ হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview