Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রিয়াংকার কুকুরের পোশাকের দাম ৩৭ লাখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। গেলো বছর মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে রাজকীয় বিয়ের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন নব-দম্পতি। নানা কারণেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে এবারই কারণটি চমকে দেয়ার মতো।

প্রিয়াংকার প্রিয় পোষা কুকুরের নাম ডায়না। নিজের পাশাপাশি কুকুরকেও খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক পরিয়েছেন তিনি। শীতের হাত থেকে ডায়নাকে বাঁচাতে একটি জ্যাকেট পরিয়ে ছিলেন নায়িকা। তবে সেটি সাধারণ কোনো জ্যাকেট নয়, মনক্লার ব্রান্ডের সেই জ্যাকেটের মূল্য ৩৬ লাখ ৮৩ হাজার ৮২৫ রুপি (প্রায় ৩৭ লাখ)।

উল্লেখ্য, সুইজারল্যান্ডে বেড়ানোর সময় প্রিয়াংকাও একই ব্রান্ডের জ্যাকেট পরেছিলেন। সেটির দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৬৯০ রুপি। অর্থাৎ নিজের পরিহিত জ্যাকেটের চেয়েও কুকুরের জন্য বেশি মূল্যবান জ্যাকেট কিনেছেন তিনি। এখান থেকেই ধারণা করা যায়, প্রিয়াংকার মনে কতটা ভালোবাসার জায়গা জুড়ে আছে ডায়না।

Bootstrap Image Preview