Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটের বিপক্ষে খুলনার লড়াকু সংগ্রহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview


বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে। জয়ের জন্য সিলেটের ১৭১ রান দরকার। 

খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৭০/৯

টেইলর(৪৮), জুনায়েদ(৩৩), আল আমিন(২), শান্ত(১৭), মাহমুদউল্লাহ(৩), আরিফুল(০), ইয়াসির(৮), তাইজুল(৯)* জুনায়েদ(০)।

উইকেট নিয়েছেনঃ অলক (৪), নেওয়াজ(২), তাসকিন(২)।

সাত  ম্যাচে দুই  জয় নিয়ে পয়েট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট। অন্যদিকে আট ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা টাইটান্স। তাই বিপিএলে টিকে থাকার লড়াইয়ে সিলেট সিক্সার্সের জয়টা বেশি দরকার।

খুলনা টাইটান্সঃ টেইলর, জুনায়েদ, আল আমিন, শান্ত, মাহমুদউল্লাহ, আরিফুল, ভেসি, ইয়াসির, তাইজুল, শুভাশিস, জুনায়েদ খান। 

সিলেট সিক্সার্সঃ সাব্বির, লিটন, নাসির, সোহেল তানভীর, পোরান, ইরফান, আফিফ, অলক কাপালী, তাসকিন আহমেদ, নেওয়াজ, জাকের আলী।

 

Bootstrap Image Preview