Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পবিপ্রবিতে শিক্ষকদের ক্লাশ বর্জন কর্মসূচি স্থগিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিনের আন্দোলন শেষে ক্লাশ বর্জন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক সমিতি। আগামী রবিবার থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা।

বুধবার (২৩ জানুয়ারি) শিক্ষক সমিতির সাধারণ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শাহীন হোসেন।

তিনি বলেন, শিক্ষক সমিতি ক্লাশ বর্জন কর্মসূচি স্থগিত করেছে। টানা ৯ দিন ক্লাশ কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। তাদের কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে ক্লাশ নিবেন শিক্ষকরা।

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এবং গত ১২ জানুয়ারি শিক্ষার্থীদের সাথে শের-ই-বাংলা হলে শিক্ষকদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ১৪ জানুয়ারি ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। তবে এর একদিন পর (১৫ জানুয়ারি) শিক্ষক সমিতির মিটিংয়ে পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে ফিরে আসেন শিক্ষকরা। তবে দোষী শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জনের কর্মসূচি অব্যহত রাখে শিক্ষক সমিতি।

Bootstrap Image Preview